দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়ন, মহিলা উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে বিআরডিবি সরকারি ও দাতা সংস্থার অর্থায়নে এ পর্যন্ত ১১৪ টি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। বর্তমান সরকারের ‘রূপকল্প-২০২১’ অর্জনের লক্ষ্যে বিআরডিবির নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিআরডিবি প্রায় ৫৩ লক্ষ গ্রামীণ পুরুষ-মহিলাকে ১.৭৩ লক্ষ সমিতি/দলের মাধ্যমে সংগঠিত করে। একই সময়ে সংগঠিত সমিতি/দলসমূহে বিআরডিবি ৫৯৫.৪৪ কোটি টাকা মূলধন গঠন, ১৩০৩৬.৩১ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান, ১৮৩৬০টি গভীর নলকূপসহ ৩.৫৫ লক্ষ বিভিন্ন প্রকার সেচযন্ত্র সরবরাহ, ২৬.৯৪ লক্ষ উপকারভোগীকে দক্ষতা ও মানবিক উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে।
১৯৮৬-১৯৯৫ মেয়াদে বিআরডিবি, বার্ড, আরডিএ, বিএইউ, জাইকা ও জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে ‘লিংক মডেল’ নামে একটি টেকসই উন্নয়ন মডেল উদ্ভাবন করে বাস্তবায়ন করছে। এছাড়া সরকারের অগ্রধিকার প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’ বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিআরডিবি ‘লিড এজেন্সি’ হিসেবে দায়িত্ব পালন করছে।